ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩০, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আমিনুর মোল্যাকে(৩৮)আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।আমিনুর মঙ্গলপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। 

তিনি জানান,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামে আমিনুরের বাড়ির রাস্তার উপর থেকে ৭০০ পিস ইয়াবাসহ সোমবার(১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে লাল এবং কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।এর মধ্যে কমলা রঙের ১০০ পিস ইয়াবা বেশ শক্তিশালী।আমিনুর কৃষিকাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি