ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর উদ্ধার বাবার লাশ   

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:২০, ২১ আগস্ট ২০১৯

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেলে লিটন শিকদারের (৩৬) লাশ তিন দিন পর আজ বুধবার উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, জেলেরা সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার বিষখালী নদীর পালট চরে লিটনের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজনরা খবর পেয়ে সকাল ১০ টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসেন। বেলা ১১টায় তার লাশ চাঁনপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত লিটন শিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ শিকদারের ছেলে।

এর আগে গত রোববার দুপুরে লিটন তার ছেলে রামিনকে (৬) সঙ্গে নিয়ে একটি নৌকায় বাড়ির কাছের বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যায়। বিকাল সাড়ে ৩ টার দিকে মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। এসময় ছেলেকে বাঁচাতে লিটন নদীতে ঝাঁপ দিয়ে নিজেই ডুবে যায়। এ ঘটনা দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা জেলেরা নৌকা নিয়ে রামিনকে উদ্ধার করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি