ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ কারারক্ষীর স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ২১ আগস্ট ২০১৯

গাজীপুরের কাশিমপুর কারাগারে ছাদ থেকে লাফিয়ে এক কারারক্ষীর স্ত্রী মারা গেছেন। নিহতের মরদেহ ময়না তদন্ত করতে নেয়া হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

হাসপাতাল ও কারাগার সূত্র জানায়, কাশিমপুর কারাগার ইউনিট-১ এর কারারক্ষীর মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা আজ বুধবার সকালে কারা কমপ্লেক্সের ভেতরের স্টাফ কোয়ার্টারের চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এতে গুরুতর জখম হলে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পাঠানো হয় হাসপাতাল মর্গে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি