ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে রয়াল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে একটি রয়াল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে বাঘের মৃতদেহটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে মৃতদেহটি আনা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৃতদেহটি বাঘিনি এবং সাত ফুট লম্বা। মৃতদেহের ময়না তদন্তের জন্য কাজ শুরু করেছে প্রাণি সম্পদ বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, চাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা বাঘের মৃতদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। আমরা শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দুইজন প্রাণি সম্পদ কর্মকর্তার সমন্বয়ে বাঘটির ময়নাতদন্তের কাজ শুরু করেছি। এছাড়া বাঘটির কিছু অঙ্গ প্রতঙ্গ সংগ্রহ করে বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায়।

তিনি আরও বলেন, মৃত বাঘটির চামড়া আমরা সংরক্ষণ করব। দেহটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের অভ্যন্তরে মাটি চাপা দেওয়া হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি