ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে গাড়িচাপায় দুইজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২১ আগস্ট ২০১৯

গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বুধবার সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাল নামক স্থানে এক পথচারীকে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

আর দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় একটি পিকআপ ভ্যান এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ দুটি স্থানে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি