ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে আজও ৫ ডেঙ্গু রোগী ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ২১ আগস্ট ২০১৯

গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে আরো ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে ২৯ সেপ্টেম্বর থেকে আজ ২১ আগষ্ট পর্যন্ত ২৪ দিনে মোট ২৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রাজবাড়ীর হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৯ জন, বালিয়াকান্দিতে ২ জন ও পাংশায় ৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টা সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছেন ১৯ জন রোগী।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি