ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে পুনর্বাসনের দাবীতে পৌর ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ২১ আগস্ট ২০১৯

হকারদের পুর্নবাসনের দাবীতে নোয়াখালীর মাইজদী পৌর ক্ষুদ্র (হকার্স) ব্যবসায়ি সমবায় সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে তারা। এতে প্রায় তিন শতাধিক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

তারা দাবী করেন, দীর্ঘ ত্রিশ বছর থেকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের দুপাশেসহ বিভিন্ন স্থানে ছোট ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। এটা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে কোন রকম জীবনযাপন করেন। বর্তমানে প্রশাসন তাদেরকে পুর্নবাসন না করে সরে যাওয়ার নির্দেশ দেয়। বিকল্প কোন ব্যবস্থা না করে উচ্ছেদ করলে তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তারা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনের জোর দাবী জানান। 

এ সময় বক্তব্য রাখেন, নোয়াখালীর পৌর ক্ষুদ্র (হকার্স) ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি