ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২২ আগস্ট ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আশিক মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত আশিক মিয়া মাধবপুর উপজেলার কাশিন নগর এলাকার বাসিন্দা।

বুধবার দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে কাউছার নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। তাই তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই তিনজন মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে উক্ত এলাকায় এলে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান আশিক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকের চালককে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি