ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ২২ আগস্ট ২০১৯

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুনির হোসেন (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বরিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুনির হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার রুকন্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ তারিখ হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শেবাচিমে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা ৫৭ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে বিদায় নিয়েছেন ৪১ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি