ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৫, ২২ আগস্ট ২০১৯

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শহরের স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, বাগেরহাট কৃষি সম্প্রাসরণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আরও অনেকে।

এর আগে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পরে অতিথিরা স্বাধীনতা উদ্যানের অভ্যন্তরে মেলায় আগত গাছের চারার স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসকের বাস ভবনের সামনে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করেন মন্ত্রীসহ অতিথিরা। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) শুরু হওয়া এ মেলা শেষ হবে ২৯ আগস্ট।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি