ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্তের পালপাড়া ও ফকিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- হিলির পালপাড়া এলাকার মৃত তবলিগ কারিগরের ছেলে সেলিম রেজা (৩৪) ও ফকিরপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মানিক মিয়া (২৭)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, চোরাইপথে ভারত থেকে মাদকদ্রব্য এনে নিজ বাড়িতে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের পালপাড়া এলাকা সেলিম রেজার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার শয়ন ঘরের ভেতর হতে সানসেডের উপর থেকে লুকায়িত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য রাখার দায়ে সেলিম রেজাকে আটক করা হয়। অপরদিকে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি