ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৮ ডেঙ্গু রোগী শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা 

প্রকাশিত : ২১:০৭, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১লা জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সরকারি হিসেবে ১৯৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে ২৮জন ডেঙ্গু রোগী। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চোধুরী জানান, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো ৮জন ডেঙ্গু আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে বর্তমানে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরোও জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১জুলাই থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত ২৮ জন রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চোধুরী আরোও জানান, বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে আলাদা কর্নার খোলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি