ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও প্রেসক্লাব

সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪১, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর বখাটে ও মাদকাশক্ত যুবকের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। 

দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে ও জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদকমর্েিদর অংশগ্রহণে প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক শাহিন ফেরদৌস, বদরুল ইসলাম বিপ্লব, ফজলে ইমাম বুলবুল, হারুন অর রশিদ প্রমুখ।

বক্তাগন ঠাকুরগাঁও প্রেসক্লারে সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর গত রবিবার আবু সাঈদ বাপ্পি নামে এক বখাটে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় মিঠু’র বন্ধু সাদিক বাঁধা দিলে তাকেও যখম করে। এ ধরনের সন্ত্রাসী হামলাকারী ও তার মদত দাতাদের রিমান্ড সহ কঠিন শাস্তি দাবী জানান। পরে সাংবাদিকরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন । 

 আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি