ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২৩ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের এনায়েতপুর গোপিনাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে সুধীর চন্দ্র সরকার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সুধীর চন্দ্র সরকার মৃত গদাধর সরকারের ছেলে।

গোপিনাথপুর গ্রামের ইউপি সদস্য মাজেম আলী ব্যাপারী জানান, গোপিনাথপুর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদীর চন্দ্র তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাম্প মেরামত করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি