ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় ট্রেনে কাঁটা পড়ল ২ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৯, ২৩ আগস্ট ২০১৯

কুমিল্লায় ট্রেনে কাঁটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় রেলসেতুর দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহতদের মৃতদেহ ফাঁড়িতে নিয়ে আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

নিহতরা হচ্ছেন- জেলার সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)।  

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। 

বিকালে ময়নাতদন্তের জন্য তাদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি