ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুরে ডুবল ভাইবোন, শোকে নিমজ্জিত পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগুনি গ্রামে পুকুরের পানিতে ডুবে আদিত্য (৪) ও টুম্পা রানী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জন মামাতো- ফুফাতো ভাইবোন। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনায় শোকে নিমজ্জিত হয়েছে তাদের পরিবার এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, সত্যেন চন্দ্রের ছেলে আদিত্য ও বিনোদ চন্দ্রের প্রতিবন্ধী মেয়ে টুম্পা বাড়ির লোকজনের অজান্তে পার্শবর্তী পুকুরে নামে এবং পানিতে ডুবে যায়।

পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে পানি থেকে তাদেরকে উদ্ধার করে। এরমধ্যে টুম্পা ঘটনাস্থলেই মারা যায়। আদিত্যকে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, টুম্পা ও আদিত্য সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিস ইনচার্জ বজলুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি