ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ট্রেনের জ্বালানি চুরি করে ধরা পড়ল ৩ জন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৪, ২৩ আগস্ট ২০১৯

নওগাঁর আত্রাই রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের জ্বালানি (ডিজেল)সহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার ভোরে উপজেলার শাহাগোলা রেলওয়ে ষ্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৃত মছের মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৫২), মৃত মোবারক হোসেনের ছেলে মোখলেছুর রহমান অরুফে ছোটবাবু (৫০) এবং মজিবর রহমানের ছেলে রহিদুল মিয়া (৪০)। তাদের সবার বাড়ি আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামে।

র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কোম্পানী কমাণ্ডার (ভারপ্রাপ্ত) মোঃ রাজিবুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাইয়ের শাহাগোলা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি ড্রামে ৬৫০ লিটার ট্রেনের চোরাই জ্বালানি (ডিজেল) সহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই জ্বালানি (ডিজেল) বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে জানায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি