ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমের ভ্যানিটি ব্যাগে মিলল ২৫ বোতল ফেনসিডিল

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৫, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত হতে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মীম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বিকেলে বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেন থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মীম বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার খালিশপুর গ্রামের মৃত হুমায়ন কবীরের মেয়ে বলে জানা গেছে। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি‘র সদস্যরা বেনাপোল রেলষ্টেশন এলাকা হতে খুলনাগামী কমিউটার ট্রেন তল্লাশির সময় সন্দেহজনক মীম নামের ওই নারীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে। 

তিনি বলেন, এ সময় ভ্যানিটি ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হয়। আটক মহিলার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একই পদ্ধতিতে ইতিপূর্বে বহুবার ফেনসিডিল পাচার করেছেন। মিম মূলত ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন বিজিবির এই অধিনায়ক। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি