ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দর্শনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ২৩ আগস্ট ২০১৯

চুয়াডাঙ্গার দর্শনায় নাঈমুর রহমান পল্টু (৩৯) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আকস্মিকভাবে আহত হয়েছেন মনজুর আহমেদ (৩৫) নামে এক সাংবাদিক। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দর্শনা রেলগেটের কাছে ওই হামলার ঘটনা ঘটে। 

আহত মনজুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, হতাহত  দু'জনের বাড়িই পার্শ্ববর্তী ঈশ্বরচন্দ্রপুরে বলে জানা গেছে।

আহত মনজুর আহমেদ জানান, বন্ধু জসিমকে সঙ্গে নিয়ে ঈশ্বরচন্দ্রপুরে নিজ বাড়ি যাচ্ছিলেন তিনি। যাওয়ার সময় পথে দেখতে পান দুর্বৃত্তরা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাচ্ছে। ঘটনাস্থলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কোনও কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে তাকে। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দু'জনকেই সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাঈমুর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। 

তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটানো হলো সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি