ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চাচার হাতে ভাতিজা খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ২৩ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের কান্দাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও তার সন্তানদের হাতে ভাতিজা নিহত এবং ভাই আহত হয়েছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় আহত মোতালেব তালুকদারকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত কলেজ ছাত্র সোহেল তালুকদার (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার হাট কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিবাদমান বাড়ির জায়গা নিয়ে দুই ভাই মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোহন তালকুদার তার ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মোতালেব তালুকদারের উপর হামলা চালায়। এসময় মোতালেবের ছেলে সোহেল তালুকদার এগিয়ে আসলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে হামলাকারীরা চলে যায়। 

তাৎক্ষণিক উভয়কেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে সোহেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।  

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলা জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি