ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গোবিন্দগঞ্জ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৪, ২৩ আগস্ট ২০১৯

গোবিন্দগঞ্জে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২ টায় এ বাসুদের বাড়ী মন্দির প্রাঙ্গন থেকে এ মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে।প্রধান অতিথি হিসাবে এ মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা  চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,,পৌর মেয়র আতাউর রহমান সরকার,উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন,অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি,উপজেল ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ রিমন তালুকদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি