ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৭, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (২৮) ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার পিএসসি তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামের এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। পরে বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দামুড়হুদা থানায় মামলাসহ তাকে সোপর্দ করেন।

এদিকে শনিবার (২৪ অগাস্ট) সকালে ছাত্রলীগ নেতা ববিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি