ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিস্তায় ডুবে দুই শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বুড়ি তিস্তা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর মধ্যরাতে তাদের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নদীর পানিতে ডুবে এ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করেন। 

জানা যায়, শুক্রবার দুপুরে আব্দুল্লাহ (৯) তার মা মিনু আক্তারের সাথে টেপ্রিগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া গ্রামে তার নানা বাড়ি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায়। বিকেলে খুব গরমের মধ্যে মামাতো ভাই শাওনকে (৮) নিয়ে পাশের তিস্তা নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ।

দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারা তিস্তা নদীর সেতুসংলগ্ন পাড়ে আব্দুল্লাহ ও শাওনের কাপড় ও জুতা পড়ে থাকতে দেখেন। বিকেল ৫টা থেকে প্রায় ৭ ঘণ্টা জাল ফেলে চেষ্টার পর রাত ১২টায় তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি