ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে দেশীয় পিস্তল ও অস্ত্রসহ কিশোর আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ২৪ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৩৭, ২৪ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও অস্ত্রসহ রাশেদুল ইসলাম (২০) এক কিশোরকে আটক করেছে। শুক্রবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।  

আটক কিশোর রাশেদুল সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চররামগাতী গ্রামের মোঃ বাদশার ছেলে। শনিবার সকালে র‍্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপস্ অফিসার এবং সিপিএসসি, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী  কমাণ্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চররামগাতী গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ১টি তলোয়ার ও ১টি ড্রেগারসহ রাশেদুল ইসলামকে (২০) আটক করা হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃতের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি