ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় প্রতিবন্ধী শিশু গণধর্ষিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ২৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এক প্রতিবন্ধী শিশু গণধর্ষিত হয়েছে। এ ঘটনায় মো. আমিন (২০) নামে এক ধর্ষককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে আখাউড়া থানার ঠানপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভার রামধননগর গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে আমিন (২০) এবং ঠানপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আবুল হোসেন (১৯) মিলে শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ৮ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ধর্ষণের বিষয়টি মুখের ভাষা এবং ইশারা ইঙ্গিতের মাধ্যমে জানায়। 

ওই দিন সকালেই পরিবারের লোকজন শিশুটির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে থানায় মামলা করে। আর আজ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেডিকেল রিপোর্টের জন্য শিশুটির মেডিকেল করানো হয়। 

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. মতিউর রহমান জানান, ধর্ষক আমিনকে নারী ও শিশু নির্যাতনের আইনে হাজতে প্রেরণ করা হয়েছে। অপর ধর্ষক আবুল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি