ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৬, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। রোববার সকালে উখিয়ার মধুরছড়া এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্পের খোলা মাঠে সমাবেশের মাধ্যমে এ দিবস পালন করা হয়। রাখাইনে পৈচাশিক নির্যাতনের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে রোহিঙ্গারা এ দিবস পালন করে। এ সমাবেশে প্রায় অর্ধ লাখেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিব উল্লাহ, মাষ্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগম প্রমূখ।

সমাবেশে বক্তারা ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর হাতে রাখাইনে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের নিন্দা জানান এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থীদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান। একই সাথে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার আকুতি জানানো হয়। মিয়ানমারের নাগরিক মর্যাদাসহ ৫ দফা দাবি মেনে নিতে দেশটির সরকারকে চাপে ফেলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান বক্তরা।

এর আগে ভোর থেকেই দলে দলে বিভিন্ন ব্যানার, পেষ্টুন বহন করে সমাবেশে যোগদান আসেন রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইনে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের উনচিপ্রাংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেও সমাবেশ করা হয়েছে।

দেখুন ভিডিও :

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি