ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহে গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৩৬, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মামুনুর রহমান ও জেবুল হোসেন নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পৌর এলাকার মথুরাপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। সেসময় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।

সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশী শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র গিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে।

পুলিশ আত্মরক্ষার্থে গুলিছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি