ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিস্তা নদী খনন ও সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

তিস্তা নদী খনন, তীর সংরক্ষণ ও লালমনিরহাট-কালমাটি-হারাগাছ-রংপুর মহাসড়কে সংযোগ সেতু নির্মানের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তিস্তা পাড়ের সাধারণ মানুষ।

রোববার স্থানীয় মিশন মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে তিস্তা নদী খনন না করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে সমতলের সাথে মিশে গেছে। এতে প্রতিবছর অব্যাহত ভাঙ্গনে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে।

তাই তিস্তা খনন ও তীর সংরক্ষণ করা এখন সময়ের দাবী। এছাড়াও তারা বিভাগীয় শহর রংপুরের সাথে দূরত্ব কমানোর জন্য কালমাটি এলাকায়  তিস্তা নদীর উপর একটি সংযোগ সেতুর দাবি করেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি