ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ২২:২৮, ২৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:৪০, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে মো. আজিজুল নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা  গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে তাকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রাত ১০টার দিকে তিনি মারা যান। মো. আজিজুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তেনুমন্ডলের পাড়ার মৃত তাজিমুদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন,  একটি মাদক মামলায় আজিজুল জেল হাজতে ছিলেন। শনিবার  রাতে তার বুকের ব্যাথা ও বমি শুরু হলে জরুরী ভিত্তিতে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আরএমও  (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. নাদিম সরকার বলেন, হাসপাতালের রেকর্ড অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে জেলা কারাগারের হাজতি আসামি মো. আজিজুলকে বুকের ব্যাথা ও বমির কারণে হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি