ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতীয় ইনো খেয়ে ৮ শিক্ষার্থী হাসপাতালে

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ২৫ আগস্ট ২০১৯

খাবার হজমের জন্য ভারতীয় ইনো পাউডার খেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩য় শ্রেণির ৮ শিক্ষার্থী।  শনিবার দুপুরে জয়পুরহাট পৌর এলাকার হাতলি মাগণীপাড়া শহর সরকারি প্রাথমকি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অসুস্থ্য শিশু শিক্ষার্থীরা হলো- হাতিল ফকির পাড়ার আবু নাসেরের মেয়ে নুসরাত, হাতিল হাজিপাড়ার শাহাদতের মেয়ে মনিকা, রিপনের মেয়ে আরশি, কামরুজ্জামানের মেয়ে কনিকা, বুড়া পুকুর পাড়ের রহিদুলের মেয়ে বেবী, রফিকুলের মেয়ে রাজিয়া, দেলোয়ার হোসেনের মেয়ে তানমিম, বুলুপাড়া গুচ্ছ গ্রামের শরিফ এর মেয়ে সুমাইয়া। 

স্কুলের প্রধান শিক্ষক আফরিনা খাতুন জানান, স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী নুসরাত এক সপ্তাহ আগে এক ফেরিওয়ালার কাছ থেকে হজমের এক প্যাকেট ভারতীয় ইনো পাউডার কেনে। শনিবার দুপুরে টিফিনের সময় তারা ৮ জন সেই ইনো পাউডার খায়। পরে ক্লাসে আসলে তারা পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদেরকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মাহাবুবুল হক জানান, তারা সকলে প্রচন্ড পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছিলো। এখন সকলে শংকামুক্ত। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি