গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, ভাঙচুর ও অগ্নিকাণ্ড
প্রকাশিত : ১০:৩৬, ২৬ আগস্ট ২০১৯
গাজীপুর মহানগরী ভোগড়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এক ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন এবং যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। গতকাল রোববার রাত দশটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঐ গার্মেন্ট শ্রমিকের নাম খাইরুল ইসলাম (২৬)। তিনি ঝালকাঠি সদর থানার গোবিন্দ ধবল গ্রামের আবদুল মালেক মুন্সির ছেলে। তিনি ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশনের মেশিন অপারেটর ছিলেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাস খায়রুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি বাসে অগ্নিসংযোগ করে এবং বেশকিছু যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করার কারণে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বাসন থানার ওসি এ কে এম কাওসার আহমেদ চৌধুরী জানান, ঘাতক বাসটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত সাড়ে দশটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এমএস/
আরও পড়ুন