ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটিতে পিতাকে ১০ বছর কারাদণ্ড, পুত্র খালাস

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৪, ২৬ আগস্ট ২০১৯

ঝালকাঠির নলছিটি থানায় দায়ের করা মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং আরেকজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাছির সরদার। তিনি নলছিটি পৌর শহরের খাসমহল এলাকার মৃত জবান আলী সরদারের ছেলে। অন্যদিকে বেকসুর খালাস প্রাপ্ত হাসান সরদার দণ্ডপ্রাপ্ত পিতা নাছির সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের খাসমহলের বাসা থেকে ১৫০ পিস ইয়াবা ও দেড় কেজি গাজাসহ নাছির সরদার এবং তার ছেলে হাসান সরদারকে আটক করে। 

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ এপ্রিল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে নাছির সরদাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার ছেলে হাসান সরদারকে বেকসুর খালাসের আদেশ দেন। রায় ঘোষণার সময় হাসান সরদার আদালতে উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত আসামি নাসির সরদার অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালণা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসিমুল হাসান। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি