ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শশুরবাড়ি থেকে শ্রীঘরে জামাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ২৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:২৮, ২৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬৩ ক্যান আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ আশিকুর রহমান আশিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ওই মাদক কারবারিকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

আটক আশিক সলিমগঞ্জ ইউপির একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নবীনগরের সলিমগঞ্জ ইউপির বাড়াইল কলেজ পাড়া এলাকাস্থ শশুরবাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ইহসানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শশুরবাড়ি থেকে ১৬৩ ক্যান আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ারসহ আশিককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি