গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বাবা-ছেলে নিহত
প্রকাশিত : ১৮:২৭, ২৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:৩১, ২৬ আগস্ট ২০১৯
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অট্রোরিকশা যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৬ আগস্ট) গাজীপুরের ঢাকা-বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার দুপুরে ঢাকা-বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় গাজীপুর থেকে মীরেরবাজার গামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাংশ ব্যবসায়ী আলম নিহত হয়।
আহত অবস্থায় তার ছেলে আজিজ ও চালককে পুলিশ উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে আজিজ মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এমএইচ/
আরও পড়ুন