ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:২৮, ২৭ আগস্ট ২০১৯

গাজীপুরের চন্দ্রা নবীনগর এলাকায় ট্রাকচাপায় ২  শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নবীনগর মহাসড়কের বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়া এলাকার মো. নজরুল ইসলাম (৪০) এবং ঝিনাইদহে শৈলকুপা থানার পিরাতি গ্রামের জারজিদ হোসেন (৩৫)। নিহতরা স্থানীয় ওয়ালটন কারখানার শ্রমিক।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্কের ফটকের সামনে বাড়ৈপাড়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় একটি কারখানার দুইজন শ্রমিক রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি