ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপ, মামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ২৭ আগস্ট ২০১৯

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ও চারজন অজ্ঞাতনামাসহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল সোমবার রাতে এসিডে আহত নাছির উদ্দিন নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, এজাহারটি সোমবার সন্ধ্যায় আহত নাছিরের উদ্দিনের পক্ষে তার পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দেয়। পরে রাতে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়েছে। 

এদিকে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে আহত নাছিরকে দেখতে যান নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এ সময় তিনি আসামীদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

গত রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অন্যদের সাথে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করে নাছির উদ্দিন। রাতে বাড়ি গেলে দুর্বৃত্তরা তাকে এসিড নিক্ষেপ করে। এতে তার শরীরের ৯ শতাংশ ঝলসে যায়। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি