ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ডেঙ্গুতে স্কুল ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের সামন্তপুর এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেহেদী হাসান জিসান স্থানীয় ছোট দেওড়া অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং কৃষক বিল্লাল হোসেন ফকিরের ছেলে।

জানা গেছে, গত ২১ আগষ্ট ডেঙ্গু আক্রান্ত জিসানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫দিন চিকিৎসার পর গুরুতর অবস্থায় চিকিৎসকরা জিসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  জিসানের মৃত্যু হয়।
  
হাসপাতালের দেয়া তথ্যমতে , শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৮৫জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১৮জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি