ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে মশার ওষুধ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৫, ২৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৩৬, ২৭ আগস্ট ২০১৯

ডেঙ্গু রোগ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে মশার ওষুধ অডোমোস নামের মলম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ডোমিনো স্কুল ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ছোট খোচাবাড়ী শাখার উদ্যোগে ওই এলাকার স্কুলে এটি বিতরণ করা হয়।  বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, ডোমিনো স্কুল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর সুদান শিকদার, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমুল বারী, ডোমিনো স্কুল খোঁচাবাড়ি শাখার প্রধান শিক্ষক সোহেল রানা । এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

এনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি