ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তিন মাসেও বাড়ি পৌঁছেনি বাউফলের মিন্টু

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫৪, ২৭ আগস্ট ২০১৯

বন্দর নগরী চট্টগ্রাম থেকে রওনা দিয়ে তিন মাস ৭ দিন পার হয়ে গেলেও বাড়ি পৌঁছেনি ২৫ বছরের বাউফলের যুবক মহিউদ্দিন মিন্টু। চট্টগ্রামের নিউমুড়ি কাস্টমস বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় তার বড় বোনের বাসায় থেকে আইএনএস মাইডিয়ার নামের একটি গার্মেন্টে অপারেটর পদে চাকুরী করতো সে।

মহিউদ্দিন মিন্টুর বাবার নাম আলাউদ্দিন মৃধা। পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপের চর মিয়াজান গ্রামে তার বাড়ি।
  
মঙ্গলবার মিন্টুর বোন নুরজাহান বেগম জানান, গত ১৮ মে বিকালে চট্রগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিন্টু। পথে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথাও হয় তার। কিন্তু আজ তিন মাস ৭ দিন পার হয়ে গেলেও এখনও বাড়ি ফেরেনি সে। 

এ বিষয়ে গত ২৩ মে চট্টগ্রাম ইপিজেড থানায় একটি জিডি (জিডি নম্বর- ১১২৮) করেন মিন্টুর ভগ্নিপতি জুলহাস মিয়া। দীর্ঘ দিনেও সন্ধান না মেলায় হতাশ মিন্টুর পরিবারের লোকজন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি