ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ডেঙ্গুতে প্রাণ হারালেন গৃহবধূ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:০১, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদা (৫০) বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

শাহিদা পিরোজপুর জেলার ভান্ডা‌রিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বেশ কিছুদিন ধরে শা‌হিদা ডেঙ্গুজ্বরে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় তাকে খুমেকে ভ‌র্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। ওই গৃহবধূর মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

এ নিয়ে খুলনায় মোট ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলেও জানান ডা. শৈলেন্দ্রনাথ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি