ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কালিয়াকৈরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরের ট্রাকষ্টেশন এলাকার বাবা রাইচ মিল সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা  ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১১টার দিকে পুকুর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি