ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সরকারি কর্মচারী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি এস এম আবু সাইদকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মাদারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার এস এম আবু সাইদ উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সে বর্তমানে বাগেরহাট সদরের সোনাতলা এলাকার বাসিন্দা। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, এস এম আবু সাইদদের ৩৫ বছর বয়সী মামাতো বোন থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এস এম আবু সাইদ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার ওই মামাতো বোনের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। 

এরপর থেকে এস এম আবু সাইদদের জোবাই গ্রামে তার নিজের তৈরী সাবানা এগ্রো ফার্মের বসত ঘরের দোতলার একটি কক্ষে তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক করে আসছে। পরে ধর্ষিতার পরিবার জেনে এস এম আবু সাইদকে বিয়ে করতে বললে তিনি বিয়ে করতে অস্বীকার করে। আমরা গ্রেফতার এস এম আবু সাইদকে আদালতে সোপর্দ করেছি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি