ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:৩৪, ২৮ আগস্ট ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার ৪শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত হাসান আলী (৩৫) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও তানজিলা খাতুন (২৮) তার স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালুন্ডা দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছয় হাজার চারশ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী ও তার স্ত্রী তানজিলা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি