ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে এসআইয়ের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৪২, ২৮ আগস্ট ২০১৯

কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) নিজের ইস্যু করা সরকারি রিভালভার দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের হাটিরপাড় এলাকায় ভাড়া বাড়ীতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

এসময় তার বাবা, মা ও স্ত্রী উপস্থিত ছিলেন। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, পুলিশের এই সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথার ডানদিকে কানের উপর গুলির চিহ্ন দেখা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্তের মাধ্যমে এর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের বাসিন্দা। তার পিতার নাম আবুল কালাম আজাদ। তিনি ২০০৭ সালে কনস্টেবল পদে পুলিশ বিভাগে যোগদান করেন। কুড়িগ্রামে তিনি ৪ বছর ধরে কর্মরত ছিলেন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি