ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৮ আগস্ট ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার এক বাসা থেকে জিয়াসমিন আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(২৮ আগস্ট) আখাউড়া থানা এলাকার মনিয়ন্দ ইউপির বড় গাঙ্গাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ জিয়াসমিন আক্তার বড় গাঙ্গাইল গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী।

তিনি জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কোনো মানসিক হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি