ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রংপুর মেডিকেলে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনীষা নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মারা যায় ওই শিশু। 

মনীষার বাড়ি দিনাজপুর জেলার বোচাগজ্ঞ এলাকায়। তার বাবার নাম মকবুল হোসেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট মনীষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। 

হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান জানান, এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এর মধ্যে ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন আছে। 

এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন মারা গেল। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি