ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টঙ্গী থেকে দুটি তক্ষকসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গী থেকে দুর্লভ তক্ষক ব্যবসার অভিযোগে মোঃ আইয়ুব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুটি তক্ষকও উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, টঙ্গীর মুদাফা এলাকায় মোঃ আইয়ুব আলী বাড়িতে গত রাতে পুলিশ অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুটি তক্ষক উদ্ধার করে। এসময় বাড়ির মালিক আইয়ুব আলীকে আটক করে। 

তক্ষক দুটিকে কয়েকদিন পূর্বে সে খাগড়াছড়ি এলাকা থেকে সংগ্রহ করে বিক্রি করতে এনেছিল। উদ্ধারকৃত তক্ষক দুটির মূল্য প্রায় কোটি টাকা বলেও জানায় টঙ্গী মডেল থানা পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি