ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কালুখালীর পদ্মা নদীতে নিখোঁজ ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ২৯ আগস্ট ২০১৯

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পদ্মা নদীতে ডুবে একজন নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালুখালীর কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়ীয়া হাটের পাশের নদীতে এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম প্রদীপ কুমার শর্মা (৪৫)। সে কালুখালীর মনোরঞ্জন শর্মার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মন্ডল জানায়,পদ্মা নদীর  চড়ে পাঠকাঠি শুকানোর কাজের জন্য  প্রদীপ শর্মা পদ্মা নদীর বুকের একটি কোলনদী সাঁতার কেটে পার হচ্ছিল। সাঁতারকাটা অবস্থায় মাঝ নদীতে সে ডুবে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায় না। বিষয়টি পাংশা ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা ঘটনাস্থলে আসে। তবে তারাও গতকাল বিকাল পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানায়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে জন্য ঢাকা থেকে ডুবুরী দল আনা হচ্ছে। ততক্ষন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলতে থাকবে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি