ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৩ শতাধিক পাসপোর্ট উদ্ধার, ভূয়া সনদসহ আটক ৭

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন’র (র‌্যাব) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৩ শতাধিক পাসপোর্ট উদ্ধার করেছে। সেই সাথে বিপুল পরিমাণ ভূয়া সীল, জন্ম সনদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লার দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়ায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আরা ও র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণোব কুমারের নেতৃত্বে র‌্যাব চারটি প্রতিষ্ঠানে অভিযান চালান। 

এ সময় ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে জাকির হোসেন নামের ১ জনকে ২ লাখ ও অপর ১ জনকে ৫০ হাজার টাকা জরিমান এবং ৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

কারাদণ্ড প্রাপ্ত ৬ জনের মধ্যে ১ জন পলাতক রয়েছেন। জাকির হোসেন দীর্ঘ কয়েক বছর ধরে এ আঞ্চলিক পাসর্পোট অফিসকে কেন্দ্র করে পাসর্পোটের দালালি করে আসছিলেন। পাসর্পোট করতে যারাই আসেন তাদেরকে যেন জাকিরের কাছেই ধর্ণা দিতে হয়। তার এ অবৈধ কাজের সঙ্গে পাসর্পোট অফিসে কতিপয় কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ রয়েছে। 

জাকির পাসর্পোটের দায়িত্ব নিলে তা সঠিক সময়ে পাওয়া যায় অন্যথায় পাওয়া যায় না বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি