ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নয় জিয়ার হাত রক্তে রঞ্জিত: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৩০ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৪৭, ৩০ আগস্ট ২০১৯

আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

আজ শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত, উনি ওনার হাতটা একটু দেখে নিক, ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর উনি অন্যের দোষ দিক।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিল। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

 টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি